
কালের খবরঃ
প্রেসিডেন্সি রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্কশপ।আজ শুক্রবার (২৪ অক্টোবর) গোপালগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে দিনব্যাপী এই ওয়ার্কশপটি আয়োজন করা হয়।গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সোহেল হাসান এই ওয়ার্কশপের উদ্বোধন করেন।
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের উদ্যোগে এবং রোভার স্কাউটস, গোপালগঞ্জ জেলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ওয়ার্কশপে ঢাকা বিভাগের ১৩টি জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে একশ’ জন সিনিয়র রোভার মেট অংশ নেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সভাপতি প্রফেসর ড. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোঃ আবুল খায়ের, এলটি ও পরিচালক, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, গোপালগঞ্জ রোভার কমিশনার প্রফেসর মাসুদ আহমেদ, সম্পাদক জুবায়ের আল- মাহমুদ, কোষাধ্যক্ষ শুকলাল বিশ্বাস, জেলা রোভারের যুগ্ম সম্পাদক রাজু সিকদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।তরুণদের সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করতে এবং নেতৃত্ব গুণ বিকাশে এই ওয়ার্কশপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।
Design & Developed By: JM IT SOLUTION