কোটালীপাড়া প্রতিনিধিঃ
এনটিভির স্টাফ রিপোর্টার, আমারদেশ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও গোপালগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সদ্য প্রয়াত মাহবুব হোসেন সারমাতের স্মরণে কোটালীপাড়ায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ অক্টোবর) প্রেসক্লাব, কোটালীপাড়ার আয়োজনে তাদের অস্থায়ী কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না।
প্রেসক্লাবের সভাপতি এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি আবুল বশার হাওলাদার, সাংবাদিক রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ, সুধান্য ঘরামী, মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
বিএনপি নেতা আবুল বশার হাওলাদার বলেন, সাংবাদিক মাহবুব হোসেন সারমাত একজন নিরহংকার, সদালাপী, সদা হাস্যজ্জ্বল মানুষ ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। আমি তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।
সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, প্রায় তিন দশকের অধিক সময় ধরে আমরা একসঙ্গে সাংবাদিকতা করেছি। তথ্য সংগ্রহে সারমাত ছিলেন সিদ্ধহস্ত। সংবাদ সংগ্রহে তাঁর কোনো অলসতা ছিল না। সব সময় সংবাদের পিছনে ছুটেছেন। জেলা সদরে বসবাস করার কারণে কোনো মানুষ কখনো কোনো প্রয়োজনে তাঁর কাছে এলে কখনোই সারমাত তাদের ফিরিয়েছেন না। এইভাবে অকালে সারমাতের চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
Design & Developed By: JM IT SOLUTION