কালের খবরঃ
গোপালগঞ্জে হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।“বি এ হ্যান্ড ওয়াশিং হিরো” এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে হাত ধোয়ার প্রদর্শিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পালের আলোচনা সভায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক) রাজস্ব) এস এম তারেক সুলতান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম) মোঃ হাসানূর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোৎস্না খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলী বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার এম রাকিবুল ইসলাম, গোপালগঞ্জ সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা, সাংবাদিক প্রসূন মন্ডল বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবদেহে অধিকাংশ সময় রোগের বিস্তার ঘটে হাতের মাধ্যমে। তাই জীবাণু ধ্বংস করতে হাত ধোয়ার কোন বিকল্প নেই। হাত ধুয়ে খাবার গ্রহণ করা উচিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য বারবার হাত ধুতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION