কালের খবরঃ
সারা দেশের মতো গোপালগঞ্জেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মসূচী। জেলা সিভিল সার্জন অফিস এই টিকাদান কর্মসূচীর আয়োজন করে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত এ ক্যাম্পেইন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোঃ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পরে, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের টাইফয়েড টিকা প্রদান করা হয়।
১২ অক্টোবর থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত গোপালগঞ্জে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ ক্যাম্পেইনে জেলায় মোট ৩ লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION