কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৩অেক্টোবর) উপজেলার ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।
ধারাবাশাইল সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আশরাফ আলী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন।
সংগঠনটির সভাপতি বিপ্লব বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুমন্ত কুমার হালদার, সাংবাদিক প্রশান্ত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা সরস্বতী অধিকারী, ডা. হরিপদ রায় অমিত, সংগঠনের সাধারণ সম্পাদক কৌশিক হালদার বক্তব্য রাখেন।
ক্যাম্পটিতে চিকিৎসা নিতে আসা গৃহিনী করুনা হালদার বলেন, গত কয়েক দিন ধরে জ্বর ও কাশিতে অসুস্থ হয়ে ঘরে পড়ে ছিলাম। টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলাম না। খবর পেয়ে আজ এখানে আসলাম। এখানে ডাক্তার দেখানোর পর তারা ফ্রি ঔষধও দিলো। আমরা এদের জন্য দোয়া করি। এরা যেন এভাবে আমাদের সেবা দিয়ে যেতে পারে।
সংগঠনটির সাধারণ সম্পাদক কৌশিক হালদার বলেন, দিনব্যাপী পরিচালিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা প্রায় ৩০ বছর ধরে দুর্গাপূজার বিসর্জনের পরের দিন এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি। আমাদের এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সভাপতি বিপ্লব বৈরাগী বলেন, দিনব্যাপী পরিচালিত আমাদের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ নানা ধরনের পরীক্ষা করা হয়েছে। এ ছাড়াও বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগী দেখার পর বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION