কালের খবরঃ
গোপালগঞ্জে ষষ্ঠী পূজা, আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। আজ রবিবার মহাষষ্ঠী তিথিতে বেলগাছতলায় মন্ত্র উচ্চারণ, শাস্ত্র পাঠ ও ভক্তিগীতির মাধ্যমে পূজা শুরু হয়। এ সময় ঢাক ও কাসার বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দিরগুলো। পরে ভক্তরা দেবী মায়ের পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
এ বছর গোপালগঞ্জ জেলায় ১,২৮৫টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সাজসজ্জায় মন্ডপ এলাকায় পূজার আবহ সৃষ্টি হয়েছে। পূজা অর্চনার পাশাপাশি মায়ের কৃপা লাভের আশায় মহাষষ্ঠীতে মন্ডপে মন্ডপে সমবেত হন পূজারীরা। ৫ দিনের এ উৎসব আগামী ২ অক্টোবর, বৃহস্পতিবার বিজয়াদশমী ও প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে।
Design & Developed By: JM IT SOLUTION