কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভিমরুলের কামড়ে শচীন ওঝা (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লখন্ডা গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত শচীন ওঝা একই গ্রামের গোয়ালী ওঝার ছেলে।
নিহতের ছেলে সুমন ওঝা জানান, আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শচীন ওঝা কলাবাগানে কলা কাটতে গেলে একাধিক ভিমরুল তাকে কামড় দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘আমরা সরেজমিনে তদন্ত চালাচ্ছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION