টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালা–র উদ্যোগে এ মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামে অনুষ্ঠিত এ দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখে তাদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেন। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা নিতে আসা মেহেরুন নেছা বলেন, “গোপালগঞ্জ সদর হাসপাতাল অনেক দূরে। অনেক সময় হাসপাতালে যেতে যেতে সময় শেষ হয়ে যায়, যার কারণে আমরা ডাক্তার দেখাতে পারি না। এখানে ফ্রি চিকিৎসাসেবা পেয়ে খুব ভালো লাগছে। সহজেই ডাক্তার দেখিয়ে ওষুধ পেয়েছি।”
স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন ফেরিওয়ালা–র সভাপতি মিজানুর রহমান মানিক বলেন, আমাদের এলাকার প্রত্যন্ত গ্রামের মানুষজন সহজে ডাক্তার দেখাতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ এলাকার মানুষ সহজে চিকিৎসাসেবা পাচ্ছেন, সঙ্গে ওষুধও পাচ্ছেন। আমাদের এই কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।”
Design & Developed By: JM IT SOLUTION