শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের ল্যাব উদ্বোধন নির্বাচনকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি, জরিমানা গোপালগঞ্জে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি কাশিয়ানীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ কাশিয়ানীতে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত গোপালগঞ্জে ওয়ান শুটার গানসহ যুবক গ্রেপ্তার মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ী শ্রীঘরে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল গ্রেপ্তার গোপালগঞ্জে আজ বুধবার দেশের সর্বনিন্ম তাপমাত্রা ৭.৫ ডিগ্র গোপালগঞ্জ-০৩ আসনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তার স্ত্রীর মনোনয়নপত্র দাখিল

বিশ্বকর্মা পূজা উপলক্ষে কোটালীপাড়ায় ঐকিহ্যবাহী নৌকা বাইচ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯.৩৪ এএম
  • ২৪২ Time View

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আনন্দমুখর পরিবেশে বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয়েগেল নৌকা বাইচ ।গতকাল  বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালিগঞ্জ নদীতে নান্দনিক এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রাচীন বাংলার ঐতিহ্যে লালিত, আকর্ষণীয় এ নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর, পিরোজপুর, নড়াইল ও বরিশাল জেলার প্রত্যন্ত গ্রামের ১০টি সরেঙ্গা, ছিপ, কোষা ও বাছারী নৌকা অংশ নেয়। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর নৌকা ও দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

আবহমান গ্রামবাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে হাজার প্রাণের উচ্ছ্বাসে কোটালীপাড়ার কালিগঞ্জের বাবুর খালে, কালিগঞ্জ বাজার থেকে খেজুরবাড়ি পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। বাড়তি আকর্ষণ ছিল নৌকায় নৌকায় মেলা। নৌকা ও ট্রলারে করে নৌকা বাইচ দেখতে আসা নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবের আমেজে সন্ধ্যায় এ নৌকা বাইচের সমাপ্তি ঘটে। বিভিন্ন বয়সের মানুষ খালের দুই পাড়ে দাঁড়িয়ে নৌকা বাইচ দেখেন।

 

এদিন দুপুর থেকে নানা বর্ণে ও বিচিত্র সাজে সজ্জিত দৃষ্টিনন্দন এসব নৌকা বাইচে অংশ নেয়। সন্ধ্যা পর্যন্ত চলে একের পর এক কুচ ও ছোপ। ঠিকারি ও কাশির বাদ্যে, জারি-সারি গানে, নেচে-হেঁইও হেঁইও রবে বৈঠার ছলাৎ-ছলাৎ শব্দে এক অনবদ্য আবহ সৃষ্টি হয়। দুই কূলে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষের হৃদয়ে দোলা লাগে। মাল্লাদের সঙ্গে সমবেত হন অগণিত সমর্থক ও দর্শক। তাঁরা উৎসাহ দেন বাইচে অংশগ্রহণকারীদের। করতালি ও হর্ষধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

কলাবাড়ি গ্রামের সুভাষ বাড়ৈ বলেন, আমাদের এলাকার নৌকা বাইচ কেউ প্রচলন করেননি। প্রায় ২০০ বছর আগে বিল এলাকার মানুষ চিত্তবিনোদনের জন্য নিজেদের মধ্যে নৌকা চালিয়ে প্রতিযোগিতা করতেন। সেখান থেকেই এটি প্রচলিত হয়। সে ঐতিহ্য এখনো চলছে। নৌকা বাইচ থেকে এলাকার মানুষ নির্মল আনন্দ উপভোগ করে।

 

নৌকা বাইচ দেখতে আসা বুরুয়া গ্রামের গৃহবধূ অর্পিতা হালদার বলেন, নৌকা বাইচে অংশ নিতে মালিকরা শুধুমাত্র আনন্দ পাওয়ার আশায় নৌকা নিয়ে আসেন। বাইচ উপলক্ষে বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজন আসে, ভালো খাবারের আয়োজন হয়। সবাই মিলে আনন্দ উপভোগ করি। তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর বাছারী নৌকা অনেক কম এসেছে। বিগত বছরগুলোতে প্রায় শতাধিক নৌকা এখানে অংশ নিত, এবার মাত্র ২০টি ছোট-বড় নৌকা এসেছে। দর্শক সমাগমও ছিল কম।

 

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজন বিশ্বাস বলেন, কোটালীপাড়া উপজেলার কালিগঞ্জে নৌকা বাইচ এখনো বর্ণিল। এ অঞ্চলে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নৌকা বাইচের মধ্য দিয়ে মৌসুমের বাইচের সূচনা হয়। এ নৌকা বাইচের কেউ আলাদা করে আয়োজন করে না। মনের খোরাক মেটাতে স্থানীয়রাই এটি করে থাকেন। এ কারণেই কোটালীপাড়ায় নৌকা বাইচ আজও স্বগৌরবে টিকে আছে। প্রতিবছর দুর্গা ও লক্ষ্মী পূজায় কালিগঞ্জসহ কোটালীপাড়ার বিভিন্ন স্থানে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

Office : Sheikh Fazlul Haque Moni Stadium (2nd floor), Gopalganj-8100 Mobile: 01712235167, Email: kalerkhabor24.com@gmail.com
© All rights reserved 2022

Design & Developed By: JM IT SOLUTION