মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পশ্চিম বাহাড়া গ্রামে জমির ধান বিষ দিয়ে পোড়ানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (১০ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে ভর্তি আহতরা হলেন, কায়সার মাতুব্বর, আক্কাস সরদার, সারমিন আক্তার, বাকি শেখ, সাজেদা আক্তার এবং রিনা বেগম। বর্তমানে তারা চিকিৎসাধীন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহত আক্কাস সরদার অভিযোগ করে বলেন, সহিদ সরদার পূর্ব শত্রুতার জের ধরে তাঁর প্রায় এক বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়ে দেয়।এর প্রতিবাদ করায় সহিদ সরদারের নির্দেশে তার অনুসারী সবর সরদার, বাদল সরদার, ইকলাস সরদার, মিছা সরদারসহ আরও বেশ কয়েকজন আমাকে ও আমার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। আমি, এঘটনার সুষ্ঠ বিচার ও দোষীদের আইনের আওতায় আনার দাবী করছি।
তবে স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে সহিদ সরদারের সঙ্গে কায়সার মাতুব্বরের পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে এই ঘটনা ঘটেছে। এটি মিমাংসা হওয়া দরকার। তা না হলে মানুষের প্রাণ যেতে পারে।
এ ব্যপারে মুকসুদপুর থানার এস.আই. অনক কুমার সাহা জানান, ঘটনাস্থলে পৌঁছে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় বেশ কিছু আহত হওয়ার খবর পেয়েছি। তাবে এখনও লিখিত কোনি অভিযোগ পাওয়া যায়নি। অিভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION