
কালের খবরঃ
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তীকালে আমাদের করণীয়- শীর্ষক আলোচনা সভায় ইসলামী দলগুলোর প্রতি একত্রিত হয়ে নির্বাচন করার আহ্বান জানিয়েছেন নেতারা। তারা বলেছেন, ১৬ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো সম্ভব হয়েছে। এখন আমাদের লক্ষ্য হল আল্লাহর আইন ও কোরআনের শাসন প্রতিষ্ঠা করা। এজন্য আমাদের একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, যাতে ভবিষ্যতে ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে। যদি ফ্যাসিস্ট শক্তি আবার ফিরে আসে, তবে দাড়ি-টুপিওয়ালা মানুষজন নিজের ঘরে নিরাপদ থাকতে পারবেন না।
আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের সালেহিয়া আলীয়া মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা আমীর এবং গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক জেলা আমীর এবং গোপালগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী অ্যাডভোকেট আজমল হোসেন সরদার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সালেহিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আবু সাঈদ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসেন সরদার, লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. হায়দার আলী, জেলা কোর্ট মসজিদ মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা শফিকুল ইসলাম, গোপালগঞ্জ জজ কোর্টের সহকারী সরকারি কৌশলী অ্যাডভোকেট সোলায়মান সিদ্দিক, খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।
এছাড়া আলোচনা সভায় জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION