কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সড়ক ও জনপদ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ছোট বড় শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) সকাল থেকে বিকেল ৩টা পর্ন্ত এই অভিযান চালানো হয়।উচ্ছেদ অভিযানের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা বলেন, কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে সড়ক ও জনপদ বিভাগ থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। সড়ক ও জনপদ বিভাগের জায়গায় কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে অবৈধভাবে গড়ে উঠা বিভিন্ন ধরনের শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। এতে সড়ক ও জনপদ বিভাগের ২ একর জমি দখল মুক্ত করা হলো।
এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে চিঠি ও মাইকিং করা হলে অনেক ব্যবসায়ীরা তাদের মালামাল সরিয়ে নেন। এ অভিযানকালে সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION