কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়া ও কারারক্ষীদের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম চুরির অভিযোগে মোঃ আরিফ চৌধুরী (২৮) নামের এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
গত শনিবার রাতে, গোপালগঞ্জ জেলা কারাগারের সহকারী জেলার সুমি ঘোষ গোপালগঞ্জ সদর থানায় একটি চুরির মামলা দায়ের করেন, যেখানে আরিফ চৌধুরীকে একমাত্র আসামি করা হয়েছে। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আরিফের ভাড়া বাসায় অভিযান চালিয়ে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, একটি শীতের জ্যাকেটসহ মোট ১০ ধরনের সরকারি কারা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ১৬ জুলাই ভোররাতে কারাগার থেকে এসব সরঞ্জাম চুরি করা হয়। ঘটনার পরপরই কারাগারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পরে তারা সদর থানায় জানায়। পুলিশ শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহরের ইসলামপাড়ার ভাড়া বাসা থেকে আরিফকে আটক করে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা জানান, “আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কারারক্ষী আরিফ চৌধুরী সরঞ্জাম চুরির ঘটনা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আজ রবিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION