কালের খবরঃ
গোপালগঞ্জে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত (৫০) নামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) সকালে সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় রেল লাইনের উপর মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
গোপালগঞ্জ রেলের স্টেশন মাস্টার রত্মা বৈদ্য বলেন, সকাল পৌনে ৭টার দিকে বোড়াশী স্টেশনের দায়িত্বে থাকা এক স্টাফ আমাকে ফোন করে বলেন, স্টেশনের কাছে লাইনের উপর এক ব্যক্তি পড়ে আছে। তখন আমি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনী ব্যবস্থা গ্রহণ করে।
পুলিশের ধারনা তাকে কেউ হত্যা করে হয়তো রেল লাইনের উপর ফেলে গেছে। নিহত ওই ব্যক্তির মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। রেলে কাটা পড়লে মৃতের শরীরে যে রকম আঘাত লাগার কথা তেমনটি নেই। রাতের কোন এক সময় হয়তোবা তাকে হত্যা করে লাশ রেল লাইনের উপর ফেলে রাখা হয়েছে। গোপালগঞ্জ সদর থানার এএসআই জহিরুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে লাশের ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION