কালের খবরঃ
ঢাকার মিটফোর্ডে পাশবিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।
আজ রবিবার (১৩জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে স্থানীয় কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়।
বক্তরা এ ঘটানার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি, ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানান ।
Design & Developed By: JM IT SOLUTION