কালের খবরঃ
গোপালগঞ্জে আবুল খায়ের সেতুর টোল প্লাজা থেকে ৪টি বিদেশী পিস্তল সহ ১১ জনকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা ডিবি ও মোল্লাহাট থানা পুলিশ । ওই সেতুর টোল প্লাজাটি গোপালগঞ্জ জেলার সীমান্তবর্তী সদর উপজেলার গেবরা ইউনিয়নের চরগোবরা অংশে পড়েছে। তারপরই বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলা শুরু শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সেতুর টোল প্লাজায় একটি হাইএস মেইক্রোবাসে তল্লাশি চালিয়ে ডিবি ও থানা পুলিশ তাদের আটক করে।
এসময় ৪টি ৭.৬২ মিঃ মিঃ চায়না পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় মাইক্রোবাসটি ( রেজি: নং ঢাকা মেট্রো চ ১৫-৬৭৭০)।রাত সাড়ে ৯ টার দিকে বাগেরহাট জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কানাই ডাঙ্গা গ্রামের মৃত কদম আলী মোল্লার ছেলে কাউসার আলী (৪৩), আব্দুল মবিনের ছেলে আতাউর রহমান (৩০), ধান্য হরিয়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে আবুল হোসেন (৪৩), নুরুল ইসলামের ছেলে মোঃ ইমদাদুল হক(৩১), নুর আলমের ছেলে মাসুম পারভেজ (২২), গয়েশপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জনি মিয়া (২৭), হরিণাকুন্ডু থানার বাসুদেবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদী হাসান (২৩), সাবেক বিন্দু গ্রামের মৃত ইদ্রিস আলী বিশ্বাসের ছেলে মোঃ খোকন বিশ্বাস (৪৫),আনিসুর রহমান শাহ‘র ছেলে সেলিম শাহ (৩৪), সড়াবাড়ি গ্রামের আবুল বাসার মন্ডলের ছেলে খোকন মিয়া (৩৫) ও ঝিনাইদাহ সদর থানার হামোদ মোড় গ্রামের অধীর চন্দ্র দাসের ছেলে প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫)।
বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদ আরিফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানান, গোপান সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের আবুল খায়ের সেতুর টোলপ্লাজায় ডিবি ও মেল্লাহাট খানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। ঝিনাইদহ জেলার মহেশপুর থানা থেকে ছেড়ে আসা একটি হাইএস মাইক্রোবাস সন্ধ্যার পর ওই টোল প্লাজায় আসে । তারপর পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে ৪টি পিস্তল, ০৪টি ম্যাগাজিন, ০৯ রাউন্ড গুলি উদ্ধার করে । জব্দ করা হয় মাইক্রোবাসটি। ড্রইভার সহ ১১ জনকেও আটক করা হয়।
পুলিশ হেফাজতে নিয়ে রাতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মোল্লাহাট থানার ওসি মোঃ ফজলুল হক। পুলিশ সুপার আরো বলেন, তারা বাগেরহাট জেলায় নাশকতা করতে আসছিল বলে আমরা জানতে পেরেছি ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply