মুকসুদপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) মোহম্মদ ফারুক খান বলেছেন, বিদ্যুতের লোডশেডিং নিয়ে বিএনপি-জামাত লম্বা লম্বা কথা বলছে। বিএনপির আমলে কোন বিদ্যুত ছিল না।তাই বিদ্যুত নিয়ে কথা কথার কোন অধিকার নেই বিএনপি-জামাতের নেই।রবিবার (১৪ আগস্ট) বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুরে তাঁর নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিক ও শোকসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, বিদ্যুত শেখ হাসিনার সরকার দিয়েছে। বিশ্বব্যাপী জ্বালানী তেলের সংকট দেখা দিয়েছে, তাই দ্রব্যমূল্যের দাম কিছুটা বেড়েছে। কিন্তু বিএনপির আমল থেকে অনেক কম রয়েছে। বোরো মৌসুমের আগে জ্বালানী তেলের দাম না কমলে কৃষকদের জন্য তেল, বিদ্যুত ও বীজে ভর্তুকী দিবে সরকার।
বহুগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বশার শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় এতিম শিশুদের হাতে রান্না করা খাবার তুলে দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেঃ কর্নেল (অবঃ) ফারুক খান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারন মানুষ অংশ নেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply