টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।আজ সোমবার (২৩জুন)দুপুরে উপজেলা প্রাঙ্গণে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রত্যেককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় টুঙ্গিপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, অগ্রাধিকার তালিকার ভিত্তিতে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে। আগামীতে বিভিন্ন প্রতিষ্ঠানে নারকেল চারা, শিক্ষার্থীদের ফলের চারা, তালের চারা বিতরণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply