কোটালীপাড়ায় প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারী জায়গা উপর গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। আজ রবিবার(১৫ জুন) সকাল থেকে বিকেল বিকেল পর্যন্ত উপজেলার ঘাঘর বাজার ও এর আশপাশের এলাকা থেকে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জেলা প্রশাসক কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী জানান, দীর্ঘ দিন ধরে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে জেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সড়ক বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরী করে ব্যবসা করে আসছিলো প্রভাবশালীরা।
গত কয়েক দিন আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে জানিয়ে দেয়া হয়। তারা সময়মত না যাওয়ায় আজ রবিবার সকালে ঘাঘর বাজারসহ বিভিন্ন স্থানে সরকারী জায়গার উপর গড়ে ওঠা প্রায় ২ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযানকালে জেলা প্রশাসকের কায্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, প্রবীর বিশ্বাসসহ জেলা পরিষদ, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION