কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ৬টি যানবাহনের পারস্পারিক সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ২০ জন।
আজ রবিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহতারা হলেন, ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক পুলিশ পরিদর্শক(এটিএসআই) রফিকুজ্জামান ও খুলনার সোনাডাঙা থানার দেবেনবাবু রোডের আব্দুল হামিদ ব্যাপারীর ছেলে ও আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারি।
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) রোমান মোল্যা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনা গামী আরমান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে দাড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা লাগায়। এতে বাসটি ক্ষতিগ্রস্ত হলে যাত্রীদের উদ্ধারকালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা সাতক্ষীরা এক্সপ্রেসের একটি বাস পিছন দিক থেকে অপর একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে সামনে থাকা একটি কার্ভাড ভ্যানের সাথে সংঘর্ষ হয়ে মহাসড়কের খাদে পড়ে যায়।
এসময় উদ্ধার কাজ চলাকালে মহাসড়কে দেয়া পুলিশের ব্যাড়িকেডে এসবি পরিবহন ধাক্কা দেয়ার পরই বলেশ্বর পরিবহনের একটি দ্রুতগামি বাস এসবি বাসের পিছনে ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যায়। এতে ৬টি যানের সিরিজ সংঘর্ষে ঘটনাস্থলে আরমান পরিবহনের হেলপার সেলিম হোসেন ব্যাপারী নিহত হন।
এসময় উদ্ধার কাজে থাকা ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামানসহ ২১ জন আহত হন। পরে আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুজ্জামানের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে প্রায় ২ ঘন্টা পর ঢাকা খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত যানগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীদের খুজে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply