মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে লাখাইরচর গ্রামে খালাতো বোনের বিয়েতে এসে পানিতে ডুবে মিম আক্তার(১৩)নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় সামিয়া আক্তার(১০)নামে আরেকজন পানিতে ডুবে অসুস্থ্য হয়।তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বুধবার (১১জুন)সকাল ১০টায় আত্মীয় বাড়ির সামনে কুমার নদে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে ও সপ্তম শ্রেণির ছাত্রী।
অপর অসুস্থ সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। এরা দুইজন খালাতো বোন। নিহতের খালু আজগর আলী ফকির জানিয়েছেন, দুই খালাতো বোন সকাল ১০টায় কুমার নদে গোসল করতে যায়। গোসলের এক পর্যায়ে মিম পানিতে তলিয়ে যায়। এসময় মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নামে দুই খালাতো বোন। একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply