কোটালীপাড়া প্রতিনিধিঃ
পড়া না পারার কারনে বেত দিয়ে পিটিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে হাত ভেঙ্গে দিয়েছে হামিম শেখ (৮) নামের এক মাদ্রাসা ছাত্রের।ভাঙ্গা হাত নিয়ে ওই ছাত্র এখন নানা বাড়িতে শয্যাশায়ী।গতকাল রবিবার (১জুন) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী-পবনারপাড় মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে। হামিম শেখ একই উপজেলার গোপালপুর গ্রামের রুহুল আমিন শেখের ছেলে।
জানাগেছে, ঘটনার দিন মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলুর রহমান হেফজ বিভাগের শিক্ষার্থী হামিম শেখ (৮) কে পড়া জিজ্ঞাসা করলে সে পড়া না পারায় বেত দিয়ে বেদম প্রহার করেন। এই প্রহারে হামিম অসুস্থ হয়ে পড়লে তাকে তার নানী সোনাই বেগম দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থকেন্দ্রে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষায় হামিমের হাত ভাঙ্গা পাওয়া যায়।
শিক্ষার্থী হামিম শেখ বলেন, ইব্রাহিম খলিল হুজুর আমার কাছে পড়া জিজ্ঞেস করলে আমি পড়া না পারার কারনে সে আমাকে বেত দিয়ে খুব পিটায় এবং ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে আমার হাত ভাইংগা (ভেঙ্গে) যায়। হুজুর এর আগেও আমাকে অনেকবার মারছে।
এ বিষয়ে জানার জন্য মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষক হাফেজ মোঃ ইব্রাহিম খলিলকে পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করে মোহতামিম হাফেজ মুফতি আব্দুল্লাহ আল হাফিজ বলেন, হেফজ বিভাগের ছাত্র হামিমকে শাষণ করতে গিয়ে ওস্তাদ অতিরিক্ত শাষণ করেছে। যা খুবই অন্যায় হয়েছে।এ বিষয়ে আগামীকাল সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভা ডেকে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।এ ঘটনায় মাদ্রাসাটির ছাত্র-অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply