কালের খবরঃ
গোপালগঞ্জের পৃথকস্থান থেকে এক সেবাইত ও এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।এরা দুইজনই নিখোঁজ ছিল। আজ রবিবার (১জুন)দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল খাল থেকে বস্তাবন্ধি অবস্থায় বুদ্ধিমন্ত সরকার (৫৫) নামে এক সেবাইতের লাশ উদ্ধার করা হয়।তিনি তিনদিন নিখোঁজ ছিল।অপর উদ্ধার হওয়া স্কুলছাত্রী লামিসা আক্তারের মরদেহ কাশিয়ানীর উপজেলার জঙ্গলমুকন্দপুর গ্রামের চরপাড়া জামে মসজিদের কাছে মধুমতি নদী থেকে উদ্ধার করা হয়। লামিসা গতকাল শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন।সে ওই গ্রামের লিটু খানের মেয়ে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে।
কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ জানিয়েছেন, নৈয়ারবাড়ি গ্রামের সদাচার সেবাশ্রমের সেবাইত বুদ্ধিমন্ত সরকার গত বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে নিখোঁজ হন। এ ঘটনায় তার পরিবার থেকে একটি জিডি করা হয়। আজ স্থানীয়রা রামশীল খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি উদ্ধার করে মুখ খুলে বুদ্ধিমন্ত সরকারের লাশ উদ্ধার করে। লাশের দুই পা বিচ্ছিন্ন ছিল। ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে লাশ বস্তাবন্ধী করে খালে ফেলে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আশাকরি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে।
অপর উদ্ধার হওয়া লামিসা আক্তার মায়ের চাকুরীর সুবাদে নড়াইলে থাকতেন। পরীক্ষার পর দাদা বাড়ি বেড়াতে আসেন।গতকাল শনিবার দুপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোজঁখুজি করে লাশ উদ্ধার করতে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডবুরি দলকে খবর দেয়। পরে আজ মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে পরিবার ও স্থানীয়রা লাশ উদ্ধার করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply