কালের খবরঃ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।গতকাল রবিবার (২৫ মে) রাতে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসকের কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত কুমার পাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ উপস্থিত ছিলেন।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উদীচী শিল্পী গোষ্ঠীসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা কবিদ্বয়ের কবিতা, গান ও নাচ পরিবেশন করেন। এসময বক্তারা, আগামী প্রজন্মের কাছে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পরিচিত করে তুলতে ও তাদের সৃষ্টি ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করার দাবী তুলে ধরেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply