কালের খবরঃ
বগুড়ায় সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে।গোপালগঞ্জ উদীচী শিল্পী গোষ্ঠী প্রতিবাদী সমাবেশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করে। আজ শুক্রবার ( ১৬ মে) বিকেলে স্থানীয় পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাড়িয়ে জাতীয় সংগীত পরিবেশন করে উদীচী জেলা সংসদের শিল্পীবৃন্দ। এ কর্মসূচীতে উদীচী শিল্পী গোষ্ঠী ছাড়াও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ গ্রহণ করেন।
সংগীত পরিবেশ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি নাজমুল ইসলাম।তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় সংগীত পরিবেশন অনুষ্ঠানে যারা হামলা চালিয়ে অনুষ্ঠান পন্ড করেছে তাদের দ্রুত চিহৃত ও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply