গোবিপ্রবি প্রতিনিধিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকান্ডের প্রতিবাদে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাকর্মিরা এই কর্মসূচী পালন করে।
আজ বুধবার (১৪মে) বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয় চত্বরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ করে। সাম্য হত্যার প্রতিবাদ মিছিলে বিভিন্ন ধরনের লেখা ফেস্টুন প্রদর্শন করা হয়। এছাড়া সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ। সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার বক্তব্য রাখেন। বক্তরা সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply