কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অভিযান চালিয়ে ৬লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল উদ্ধার এবং জাল রাখার অপরাধে বাবুল খান (৪৫) নামে এক ব্যবসায়ীকে ১ বছরের কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।ব্যবসায়ী বাবুল খান পাশ^বর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সরমঙ্গল গ্রামের নবু খানের ছেলে।মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার ঘাঘর বাজারে সবুজ স্টোরে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ এ কারাদন্ড ও জরিমানা প্রদান করেন।
অভিযান পরিচালনার সময় কোটালীপাড়া উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী মৎস্য অফিসার আনিসুর রহমান প্রধান বলেন, দীর্ঘদিন ধরে বাবুল খান নিষিদ্ধ চায়না জাল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ঘাঘর বাজারে অভিযান চালিয়ে বাবুল খানের দোকান থেকে ৬লক্ষ টাকার জাল উদ্ধার করা হয়। তাই উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস ওয়াহিদ স্যার বাবুল খানকে ১বছরে কারাদন্ড ও ৫হাজার টাকা জরিমানা করেন। নিষিদ্ধ চায়না জাল উদ্ধারে পরে উপজেলা পরিষদ চত্ত্বরে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply