কালের খবরঃ
“মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের পিছন থেকে যিনি প্রেরণা, সাহস ও শক্তি যুগিয়েছেন তিনি হলেন বেগম মুজিব।বেগম মুজিবের জন্মদিনের আলোচনা সভায় টু্ঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এরআগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধি সৌধের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ।
অন্যদিকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯২তম জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ফটোগ্যালারী উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যান এবং সমাজ কল্যান বিষয় সাবেক উপদেস্টা অধ্যাপক ডাঃ সৈয়দ মোদাচ্ছের আলী প্রধান অতিধি হিসাবে ফটোগ্যালারী উদ্ধোধন করেন
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply