কোটালীপাড়া প্রতিনিধিঃ
আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জের পাঁচ থানার মধ্যে কোটালীপাড়া থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, সম্প্রতী জেলা পুলিশের মাসিক সভায় ফেব্রুয়ারী মাসে জেলার সার্বিক আইন-শৃংখলা বিবেচনায় গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমি গত বছরের ১৬ সেপ্টেম্বর কোটালীপাড়া থানায় যোগদান করি। এই থানায় যোগদানের পর থেকেই উপজেলার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাল্যবিয়ে, ইভটিজিং, জুয়া, মাদক রোধ ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করি। যার ফলে আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে। আমার এ ধরনের কর্মকান্ড আগামীতেও অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply