কালের খবরঃ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী গোপালগঞ্জ জেলা সংসদের এয়োদশ দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার ( ১৩ মে) সকালে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি অডিটরিয়াম মিলনায়তনের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু করা হয়। সম্মেলন উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মোতালেব। এরপর শেখ ফজলুল হক মনি মিলনায়তন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সভা । এ সময় উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম, প্রগতি লেখক সংঘের সাধারন সম্পাদক দীপংকর গৌতম, উদীচী কেন্দ্রীয় সংসদের সম্পাদকমন্ডলীর সদস্য ও সংগীত বিষয়ক সম্পাদক সুরাইয়া পারভীন লিরা, গোপালগঞ্জ জেলা উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, প্রসূন মন্ডলসহ উদীচীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া, দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একই স্থানে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। উদীচীর সহসভাপতি মোজাম্মেল হোসেন মুন্না দ্বিতীয় অধিবেশনে সংগঠনের আহবায়ক হিসেবে সভাপতিত্ব করেন। সভায় মোঃ নাজমুল ইসলামকে সভাপতি ও আনিচুর রহমান রাজুকে সাধারণ সম্পাদক করে ৩৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। উপস্থিত সদস্যদের কন্ঠ ভোটে নতুন কমিটিকে অনুমোদন ও স্বাগত জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গোপালগঞ্জ জেলা উদীচী, কোটালীপাড়া শাখা ও রঘুনাথপুর শাখার শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
অনুষ্ঠান থেকে আগামী জাতীয় বাজেটে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য ৫শতাংশ বাজেট ঘোষণার দাবী করেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি হাবিবুল আলম বক্তব্য রাখেন। তিনি সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার জন্য জাতীয় ভাবে যে বাজেট রাখা হয় তাতে সঠিক ভাবে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালোনা করা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন।
তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে সাংস্কৃতিক চর্চা শুরু করতে সরকারের প্রতি আহবান জানান।সাংস্কৃতিক চর্চা সঠিক ভাবে করতে পারলে দেশ থেকে এক সময় মৌলবাদী শক্তি বিদায় নিবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা পাবে। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply