কালের খবরঃ
গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এ আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ এনামুল হক তালুকদার ও পল্লী উন্নয়নকর্তা জ্যোতি প্রকাশ মল্লিক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতানা জাহিদ পারভীন, ছাত্র প্রতিনিধি জসীম উদ্দীন, ইদ্রিস আলী, হাসিবুল ইসলাম সাগর, উদ্যোক্তা লাবনী অধিকারী, চিন্ময় পাল, মরিয়ম খানম, মো. আজিবর রহমান, প্রতিবন্ধী উদ্যোক্তা মোঃ বাবুল গাজী প্রমুখ।
সভায় প্রশাসনের পদস্থ কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি, উদ্যোক্তা, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতেই জুলাই-আগষ্ট ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথানে সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।
আলোচনা সভায় বক্তারা নিরাপদ মাতৃত্ব, জুলাই বিপ্লব,পরিষ্কার-পরিচ্ছন্নতা, অবৈতনিক গৃহস্থালি কাজের মর্যাদা উন্নীতকরণ এবং পারিবারিক কার্যক্রমে নারী-পুরুষের সমান অংশীদারীত্ব ও দায়িত্ববন্টকে উৎসাহিতকরণ, উদ্যোক্তা হওয়ার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে আলোকপাত করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply