কালের খবরঃ
গোপালগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে কলেজ ছাত্র ওয়ালিদ খান (১৯)নিহত হয়েছে। এসময় তার সহপাঠী বন্ধু সিয়াম মোল্লা (১৯)আহত হয়। মারাত্মক আহতাবস্থায় তাকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার ( ৫ জানুয়ারী) রাতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ওয়ালিদ খান সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের ইরাজ খানের ছেলে এবং কাশিয়ানীর রামদিয়া সরকারী শ্রীকৃষ্ণ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ শহর থেকে দুই বন্ধু মোটরসাইকেলে করে গোপীনাথপুর গ্রামে বাড়িতে যাবার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে দুইজন মারত্মক আহত হয়। তাদেরকে স্থানীয়রা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক আবতাব জিলানী ওয়ালিদ খানকে মৃত ঘোষনা করেন।#
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply