টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক সোহান মোল্লাকে (২২) গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার (২০ জানুয়ারী) ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালালো হয়। এসময় ওই এলাকা থেকে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই উপজেলার নারায়ণখালি গ্রাম থেকে মোঃ হাসমত শেখ (৬৫) ও গিমাডাঙ্গা উত্তরপাড়া থেকে মোঃ আনিস সেখকে (৪৬) মাদক সেবনকালে দুই মাদক সেবীকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হক সেবককারী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, মাদকদ্রব্য অধিদপ্তর গ্রেপ্তার করে আমাদের কাছে পাঠিয়েছে। মামলঅ দায়েরের পর আগামীকাল ( মঙ্গলবার) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply