শরীর সুস্থ রাখতে হাঁটার অনেক উপকারিতা রয়েছে। শরীর চঞ্চল, স্বাভাবিক, শক্তিশালী করতে আমাদের নিয়মিত হাঁটা প্রয়োজন।
আসুন জেনে নেই, হাঁটার যেসব স্বাস্থ্য উপকারিতা রয়েছে—
হার্ট ভালো রাখে: হার্ট ভালো রাখতে হাঁটা উপকারিতা অনেক । সপ্তাহে পাঁচ দিন অন্তত ৩০ মিনিটের জন্য হাঁটা উচিত।
ক্যালোরি পোড়ায় ক্যালোরি বার্ন করার জন্য অনেকেই ভারী বা জটিল ওয়ার্কআউট করে থাকেন। কিন্তু আপনি কী জানেন, কেবল হাঁটার মাধ্যমে সহজেই ওজন হ্রাস করতে পারেন। তাই নিয়মিত হাাঁটার অভ্যাস শুরু করুন।
এনার্জি বাড়ায় : দিনের বেশিরভাগ সময় শুয়ে কাটালে স্ট্যামিনা কমে যায়। তাই সবসময় শুয়ে না থেকে ঘরের মধ্যেই হাঁটাহাঁটি করে করা যায় এমন কাজ করুন। হাঁটা অক্সিজেন প্রবাহ বৃদ্ধি করে, নোরপাইনফ্রাইন এবং এপিনেফ্রিনের মতো হরমোনের স্তরকে উন্নত করে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply