কালের খবরঃ
শোকের মাস আগস্ট-এর প্রথম দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রী এমপি, জেলা ও পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেত্রীবৃন্দসহ বিভিণœ সামাজি সাংস্কৃতিক সংগঠন। আগষ্টের প্রথম দিন সোমবার (১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এসব নেত্রীবৃন্দ ও সংগঠন। এদিন সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, মুক্তিযোদ্ধা সংসদ । পরে দুপুরে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন, নারায়ণগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, যশোর জেলার বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর উপজেলার মুক্তিযোদ্ধারা সন্তোষ কুমার অধিকারীর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গাজিরচট এম এ উচ্চ বিদ্যালয় ও কলেজসহ ঢাকা, বরিশাল, মাদারীপুর, পিরোজপুর, খুলনা জেলার মুজিব আদর্শের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান মহান এই নেতার সমাধিতে।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এসব কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে গেছেন। তিনি বঙ্গবন্ধুর সোনা বাংলা গড়ার লক্ষে কাজ করা যাচ্ছেন। আমার তার হাতকে শক্তিশালী করেত পাশে থেকে কাজ করে যাব।
এদিকে সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান শোকের মাসের কর্মসূচীর অংশ হিসেবে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করেন। পরে নেতাকর্মিরা একে অপরকে কালো ব্যাচ পড়িয়ে দেন।
মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী বলেন, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে শোককে শক্তিতে রুপান্তরিত করে দীর্ঘপথ অতিক্রম করে তিন শতাধিক মুক্তিযোদ্ধাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ছুটে এসেছি। পুষ্পমাল্য অর্পণ করে এই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছি। মনের তৃপ্তি মিটাতে আমাদের এই আসা।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,মাহাবুব আলী খান বলেন, শোকের মাসের প্রথম দিনে কালো পতাকা ও কালো ব্যাচ ধারন করা হয়েছে। জাতীয় কর্মসূচীর সঙ্গে মিল রেখে শোকের মাসের পরবর্তি কর্মসূচী ঘোষণা করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply