কালের খবরঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে গোপালগঞ্জে সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ সম্মেলনের আয়োজন করে।
আজ বুধবার (১১ ডিসেম্বর)বিকাল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, অ্যাডভোকেট বিষ্ণু অধিকারী,মনিন্দ্রনাথ বাড়ৈ, বিদুর বিশ্বাস,সঞ্জয় সিকদার, রমেন্দ্রনাথ সরকার, সামুয়েল এস বাড়ৈই বক্তব্য রাখেন। এই সম্মেলনে বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সম্মেলনে বক্তারা বলেন, কখনোই গোপালগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। ঈদ, পুজা ও বড়দিনসহ ধর্মীয় অনুষ্ঠান সম্প্রীতির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে আসছে।ইতোমধ্যে দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে এবং আগামী ২৫ ডিসেম্বর খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে সকলকে এক হয়ে কাজ করার আহবান করেন। সেই সাথে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply