কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ী চাপায় মটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক যুবক আহত হয়েছেন।
বুধবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ১১টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামের রওশন মোল্লার ছেলে মফিজ মোল্লা (২২) ও একই এলাকার রায়দুল মোল্লার ছেলে মারুফ মোল্লা (১৮)। এরা রাতে মটর সাইকেল নিয়ে সড়কে ঘুরতে গিয়েছিলেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন, বুধবার রাতে মটর সাইকেলে করে তিন যুবক কাশিয়ানীর ভাটিয়াপাড়া থেকে খাগাইল গ্রামের বাড়ী ফিরছিলেন। এসময় মটর সাইকেলটি গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের পিছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ী চাপা দেয়। এতে মটর সাইকেলে থাকা তিন যুবক মারাত্মক আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে মফিজ মোল্লা ও মারুফ মোল্লাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।আহত যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তিনি আরো জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply