মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতিকে) এবাদত মাতুব্বর ৫ হাজার ৩৩৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।বুধবার (২৭ জুলাই) অনুষ্ঠিত বাটিকামারী ইউপি উপ-নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী এ্যাড. শাহ নাজিমুদ্দিন পেয়েছেন ৫হাজার ২৬৭ ভোট। এদিন সকাল ৮ থেকে উৎসব মুখর পরিবেশে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) এ ভোট গ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণভাবে বিকাল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ১৫ হাজার ৯শ ৩২ ভোটারের মধ্যে মোট ১১ হাজার ৪শ ৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন ।অনুষ্ঠিত নির্বাচনে অপর স্বতন্ত্রপ্রার্থী মটর সাইকেল প্রতিকে মিরাজ হোসেন মুন্সী পেয়েছেন ৮১২ ভোট এবং ঘোড়া প্রতিকে উজ্জল হোসেন পেয়েছেন ৭৫ ভোট।
প্রসঙ্গত, বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ আকরাম জাফর ফকির সড়ক দূর্ঘটনায় মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়। তাই চেয়ারম্যান পদে শুধু মাত্র ভোট গ্রহন অনুষ্ঠত হচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply