কালের খবরঃ
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গোপালগঞ্জ জেলা সংসদ এ কর্মসূচীর আয়োজন করে।আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ জেলা সংসদ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন এবং জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর সুচনা করা হয়। এরপর জেলা সংসদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সাধারন সম্পাদক আনিচুর রহমান রাজু, সহসভাপতি প্রসূন মন্ডল,অমিতোষ বিশ্বাসসহ উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পৌর উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply