কালের খবরঃ
গোপালগঞ্জ সদরের কাঠি ইউনিয়নের তেলিগাতি গ্রামের রানা মোল্লা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে পরিবার ও এলাকাবাসী ।মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০ টায় সদর উপজেলার কাঠি বাজারে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপর দাড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে নিহতের পরিবারসহ স্থানীয় কাঠি ইউনিয়নের হাজারও মানুষ অংশ নেন।
মানববন্ধনকারীরা রানা হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তারা আরো বলেন,হত্যাকারীরা যাতে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে না যেতে পারে সে ব্যাপারেও প্রশাসনের সুদৃস্টি কামনা করেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাত ৮টার দিকে রানা মোল্লা জেলা সদর থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের বদু সরদারের নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply