কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার ৪১টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে অনুদানের এসব চেক বিতরণ করেণ। সোমবার (২৫ জুলাই) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে এসব চেক বিতরণ করা হয়।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলতাব হোসেন বলেন, স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহকে তিনিটি কেটাগরিতে বিভক্ত করা হয়েছে। এদের মধ্যে যাদের কার্যক্রম বেশী তাদের ৪০ হাজার, এর পর ৩০ হাজার এবং তৃতীয় কেটগরিতে যারা রয়েছে তাদের ২৫হাজার টাকার চেক দেয়া হয়েছে।সদর উপজেলার ৪১টি সমিতিকে সোমবার মোট ১২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, জেলায় মোট ৯৮টি সমিতির জন্য ২৯লাখ ৬০হাজার টাকা বরাদ্দ এসছে।দুই এক দিনের মধ্যে বাকী উপজেলা গুলোতে ইউএনওদের মাধ্যমে এসব বিতরণ করা হবে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাশেদুর রহমান, গোপালগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আলতাব হোসেনসহ বিভিন্ন মহিলা সমিতির নেতৃবৃন্দ ও সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply