টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
“স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে র্যালী, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে উপস্থিত জনগনকে ৭ টি ধাপে হাত ধোয়ার প্রশিক্ষণ দেয়া হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হকের সভাপতিত্বে ও জনস্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ মজুমদারের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, মানুষের সুস্থ্য থাকতে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কারন সঠিক নিয়মে হাত ধৌত করলে শরীরে রোগ জীবাণু প্রবেশ করতে পারে না। তাই সুস্থ্য স্বাভাবিক থাকতে সঠিকভাবে হাত ধোয়ার কোনো বিকল্প নেই।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply