কাশিয়ানী প্রতিনিধিঃ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের দশম গ্রেডে উন্নিত করন ও বাস্তবায়নের দাবীতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা মানববন্ধন ও স্বারকলিপি পেশ করেছেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কাশিয়ানী উপজেলা শাখার ব্যানারে গত সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে চারটায় উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাসেদুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্বারক লিপি পেশ করা হয়।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান জিহাদ ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার ১৪ টি ইউনিয়নের ১৭১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৮৩২ জন সহকারি শিক্ষকরা এ মানববন্ধনে অংশ নেয়। এ সময়ে শিক্ষকদের দাবীর স্বপক্ষে বক্তব্য রাখেন, সৈয়দ মনিরুল হাসান, মোঃ নাসিবুর রহমান মোল্যা, মোঃ ইব্রাহিম মুন্সী, মোঃ ওবায়দুর রহমান, মোঃ বাহাউদ্দিন মৃধা , এলিদা পারভিন , মোঃ রুবেল হোসেন,সপ্না ভাট্রাচার্য,পলাশ বিশ্বাস প্রমূখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply