টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কুমিল্লার চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান।
রবিবার (২৪ জুলাই)দুপুরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ ৭৫’র ১৫ আগস্টে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এসময় চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিয়াজী, আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম কামাল, যুব ক্রীয়া সম্পাদক আশরাফুল আলম রিপন, পৌর সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ইউনুস চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply