কালের খবরঃ
মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর হস্তান্তর করা হয়েছে। ৩য় ধাপের ২য় পর্যায়ে গোপালগঞ্জের ৬১৯টি পরিবারের মাঝে ২ শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্টি সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল সভায় যুক্ত হয়ে ৬১৯ টি পরিবারের মাঝে ২ শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্টি সেমিপাকা ঘর হস্তান্তর করেন। এর মধ্যে সদর উপজেলায় ১৬২ টি, মুকসুদপুর উপজেলায় ৩০৭ টি, কাশিয়ানী উপজেলায় ১’শ টি, টুঙ্গিপাড়া উপজেলায় ৩০ টি ও কোটালীপাড়া উপজেলায় ২০টি ঘর রয়েছে।
ভার্চুয়াল সভায় গোপালগঞ্জ অংশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ নাজমুন নাহার, সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলনসাহা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ রুহুল আমীন শেখ সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply