কালের খবরঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে কমপ্লিট শাটডাউনের অংশ হিসাবে গোপালগঞ্জের সরকারী হাসপাতালগুলোতে বহিরবিভাগ সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা।
আজ সোমবার (০২ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল ও গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বহিরবিভাগ বন্ধ রাখা হয়েছে। এছাড়া হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালগুলোর ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা বন্ধ রেখেছে। ফলে দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন ভোগান্তিতে। রোগীদের নিয়ে ঘুরে ঘুরে ডাক্তার দেখাতে না পেরে অনেকেই ফিরে যাচ্ছে বাড়ী। অনেকে আবার ডাক্তার দেখাতে ছুটছেন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।
বাগেরহাটের মোল্লাহাট থেকে রোগী নিয়ে আসা মো. আব্দুর রহমান মুন্সী বলেন, আমার চাচা খুবই অসুস্থ। তাকে ডাক্তার দেখানোর জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। কিন্তু এখানে চিকিৎসা নেবা বন্ধ রেখেছে ডাক্তাররা। এতে আমরা ভোগান্তিতে পড়েছি। এখন প্রাইভেট ক্লিনিকে দেখাতে হবে।পিরোজপুরের নাজিরপুরের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, আমার বাচ্চাকে ডাক্তার দেখানোর জন্য শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে ডাক্তার নেই, তারা কর্মবিরতি ডেকেছে বলে শুনেছি। এখন বাচ্চাকে ডাক্তার না দেখিয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে।শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক প্রেমানন্দ মন্ডল বলেন, বহিরবিভাগ বাদে জুরুরী সকল সেবা ও ভর্তি রোগীদের সেবা প্রদান করা হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকরা যাতে কাজে ফিরে আসে সে বিষয়ে আলোচনা চলছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply