কালের খবরঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস এর ট্রেনে কাঁটা পড়ে আবু তালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত আবু তালেব মোল্লা ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের ইসহাক মোল্লার ছেলে।এলাকাবাসি ও রেলওয়ে পুলিশ সূত্রে জানাগেছে, বাড়ির পাশে রেল লাইন পারাপার হচ্ছিলেন আবু তালেব। এ সময় অসাবধানাতা বসত বৃদ্ধ আবু তালেব রেলের নিচে চাপা পড়েন।ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে রাজবাড়ি রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রেন লাইন পার হবার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে জেনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply