কালের খবরঃ
জামাত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সবাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই কর্মসূচী পালন করে। আজ রবিবার (৪আগস্ট) বিকেলে স্থানীয় চৌরঙ্গীতে অহসহযোগ আন্দোলনের ডাক ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সমাবেশের আয়োজন করা হয় । জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, দপ্তর সম্পাদক ইলিয়াস হকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সেখান থেকে একটি বিশাল মিছিল বের করা হয় ।মিছিলটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ করে। বক্তারা বলেন, জীবন দিব তবু শেখ হাসিনাকে ছেড়ে যাবনা এবং শেখ হাসিনার কোন ক্ষতি হতে দিবনা।
অপরদিকে, একই দাবীতে টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে শেষে স্ব স্ব উপজেলা সদরে সমাবেশ করে বক্তব্য রাখেন নেতৃবৃন্দ। টুঙ্গিপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি শ্যামল কান্তি বোস, সিরাজুল ইসলাম মিয়া, হুজ্জাত হোসেন লিটু মিয়া, জাহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মিনা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহ-সভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া দাড়িয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরাসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়া দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোপালগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে জেলা ও উপজেলা আওয়ামী লীগ।
রবিবার দুপুরে জেলা আওয়ামী লীগ কায্যালয়ে গণমাধ্যমের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাভাপতি মাহাবুব আলী খান, সাধারন সম্পাদক জি এম সাহাবউদ্দিন আজম । সভায় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply