কালের খবরঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগ নেতাকর্মিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ করে। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহমেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন মুন্সী, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাওন আশরাফ বোরহান উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত (১৫ জুলাই) শুক্রবার বাটিকামারী ইউনিয়নের উপনির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী শাহ নাজিম উদ্দিনের নির্বাচনী অফিসে স্বতন্ত্রপ্রার্থী ইবাদত মাতুব্বর ও কর্মি সমর্থকরা হামলা চালিয়ে অফিস ভাংচুর করে। এতে অর্ধশতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী আহত হয়।
উল্লেখ্য, চলতি বছর ২৬ মার্চ সড়ক দুর্ঘটনায় মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউপি চেয়ারম্যান শাহ আকরাম হোসেন জাফর ফকির (৭২) মারা যাওয়ায় পদটি শূন্য হয়। পরে উপজেলা নির্বাচন অফিস ওই ইউনিয়নে আগামী ২৭ জুলাই উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply