কালের খবরঃ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গোপালগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(১৪ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটি সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার আল-বেলী আফিফা পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম। এছাড়া এ আইন-শৃঙ্খলা কমিটির মিটিং এ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের প্রতিনিধি , বিভিন্ন সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply